বন্যার দুই মাসের মাথায় প্রায় শুকিয়ে গেছে ভেনিসের খালগুলো

দুই মাস আগেও বন্যার পানিতে ইতালির যে শহরটির বেশিরভাগ এলাকাই পানির নিচে ডুবে গিয়েছিল, সেই ভেনিসের খালগুলো এখন অনেকটাই জলশূন্য।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 09:05 AM
Updated : 14 Jan 2020, 09:12 AM

পানির স্তর নিচে নেমে যাওয়ায় অসংখ্য নৌকাকে তীরে দেখা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

খালগুলো দেখতে কর্দমাক্ত পরিখার মতো লাগছে; এগুলোর ব্যবহার নিয়েও বাসিন্দাদের অনেকেই সমস্যার মুখে পড়েছেন।

নভেম্বরেই ভেনিস ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে জোয়ারের সর্বোচ্চ উচ্চতা দেখেছিল; যে ঘটনাকে অনেকেই জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব হিসেবে অভিহিত করেছিলেন।

দুই-তৃতীয়াংশেরও বেশি এলাকা পানির নিচে ডুবে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি ইউরো ছাপিয়ে গিয়েছিল বলে সেসময় ধারণা দিয়েছিলেন শহরটির মেয়র।

শহরটির পর্যটকধন্য সেইন্ট মার্কস স্কয়ারের মতো স্থানে বন্যার পানি উঠেছিল; অসংখ্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল।

ভয়াবহ ওই বন্যার পর এখন ব্যতিক্রমী ভাটার টান দেখা গেলেও তা দুই মাস আগের দুর্যোগের মতো ‘অভূতপূর্ব’ নয় বলে জানিয়েছে বিবিসি।

জোয়ার-ভাটার কারণে ভেনিসের পানির স্তর আধা মিটারের মতো ওঠানামা করে; কখনো কখনো এ মাত্রার খানিকটা তারতম্যও হয়, বলছে তারা।