প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কোরি বুকার

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট কোরি বুকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 04:50 PM
Updated : 13 Jan 2020, 04:50 PM

সমর্থকদের কাছে পাঠানো এক ইমেইলে নিউ জার্সির সিনেটর বুকার তার সরে দাঁড়ানোর পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন।

এসবের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের দুটো নির্বাচনী বিতর্কে তার হার, জরিপে তেমন জনসমর্থন না পাওয়া এবং প্রচারের জন্য পর্যাপ্ত অর্থ না থাকা অন্যতম কারণ।

সোমবার সকালে এক ভিডিও পোস্টে বুকার বলেছেন, “যে তাগিদ নিয়ে শুরু করেছিলাম সেই একই তাগিদ থেকে আজ আমি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার বন্ধ করে দিচ্ছি।”

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দল থেকে মনোনয়নের দৌড়ে গতবছর ১ ফেব্রুয়ারিতে যোগ দিয়েছিলেন বুকার। দলে উদীয়মান তারকা হলেও বুকার একগাদা প্রার্থীর মধ্যে জনসমর্থনের দিক থেকে তেমন সুবিধা করতে পারেননি।

তিনি সরে দাঁড়ানোয় এখন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে মাঠে থাকল মনোনয়ন প্রত্যাশী ১২ জন ডেমোক্র্যাট প্রার্থী।