ডেনমার্কের লিটল মারমেইড ভাস্কর্যে ‘ফ্রি হংকং’ গ্রাফিতি

অজ্ঞাত দুস্কৃতিকারীরা ডেনমার্কের ‘দ্যা লিটল মারমেইড’ ভাস্কর্যের স্তম্ভে ‘ফ্রি হংকং’ গ্রাফিতি এঁকে দেশটির সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কটির বিকৃতি ঘটিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 10:30 AM
Updated : 13 Jan 2020, 10:30 AM

বিশেষভাবে চীনা পর্যটকদের মধ্যে ব্রোঞ্জের এই ভাস্কর্যটির জনপ্রিয়তা আছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ঊনবিংশ শতাব্দির বিখ্যাত ডেনিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের অমর রূপকথা ‘দ্যা লিটল মারমেইড’ অবলম্বনে ১০৭ বছর আগে একই নামের ভাস্কর্যটি গড়া হয়। ভাস্কর্যটি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের সাগর তীরে একটি পাথরের ওপর বসানো আছে। 

প্রতি বছর ১০ লাখেরও বেশি পর্যটক লিটল মারমেইড দেখতে আসেন। এর আগেও বেশ কয়েকবার এই ভাস্কর্যটির ওপর হামলা চালিয়ে এর ক্ষতিসাধন করা হয়েছিল।

অপরদিকে গত কয়েক মাস ধরে চলা গণতন্ত্রপন্থি বিক্ষোভে অস্থির হয়ে আছে চীনের শাসনে থাকা হংকং।