বিক্ষোভস্থলে ‘গুলির শব্দ’, অস্বীকার ইরানের

ইউক্রেইনীয় যাত্রীবাহী উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করা নিয়ে মিথ্যা বলায় ইরানে শুরু হওয়া বিক্ষোভের কাছে গুলির শব্দ রেকর্ড হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 08:22 AM
Updated : 13 Jan 2020, 09:34 AM

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওগুলোতে ওই গুলির শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

রোববার রাতে পোস্ট করা একটি ভিডিওতে গুলির শব্দের পাশাপাশি মাটিতে ছোপ ছোপ রক্তের দাগও দেখা গেছে। ভিডিওতে ওই এলাকার কাছাকাছি কোথাও অবস্থানরত রাইফেলধারী ব্যক্তিদের ছবিও দেখানো হয়েছে, যাদের দেখে নিরাপত্তা বাহিনীর সদস্য মনে হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থাটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা অন্যান্য পোস্টে দাঙ্গা পুলিশকে রাস্তায় বিক্ষোভকারীদের লাঠি দিয়ে পেটাতে দেখা গেছে, এ সময় কাছে থাকা লোকজনকে ‘তাদের মারবেন না!’ বলে চেঁচাতে শোনা গেছে।

সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তেহরানের পুলিশ প্রধান হোসেইন রহিমি জানিয়েছেন, ইরানের রাজধানীতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি করেনি এবং পুলিশ কর্মকর্তাদের সংযম প্রদর্শনের নির্দেশ দেওয়া আছে।

রহিমি বলেন, “পুলিশ বিক্ষোভকারীদের দিকে কোনো গুলি চালায়নি কারণ রাজধানীর পুলিশ কর্মকর্তাদের সংযম প্রদর্শনের নির্দেশ দেওয়া আছে।”