ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ওমানের নতুন সুলতান নির্বাচিত হয়েছেন হাইথাম বিন তারিক আল সাঈদ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2020, 02:32 PM
Updated : 11 Jan 2020, 02:32 PM

শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এক ঘোষণায় নতুন সুলতানের নাম জানিয়েছে, বলেছে আল জাজিরা।

আগের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুর কয়েক ঘণ্টা পর হাইথামের নাম জানানো হয়।

হাইথাম কাবুসের চাচাত ভাই। আগের সুলতানের মন্ত্রিসভায় সংস্কৃতির দায়িত্বে ছিলেন তিনি।

কাবুসের মৃত্যুর পরপরই ওমানের রয়েল কাউন্সিল নতুন সুলতান ঠিক করতে বসে। সেখানেই কাবুসের সিল দেয়া গোপন চিঠি খোলা হয় বলে ওমানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে।

ওই চিঠিতেই উত্তরসূরীর নাম লেখা ছিল বলে ধারণা।

শপথ নিয়েই হাইথাম আগের পররাষ্ট্রনীতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

টানা ৫ দশক শাসন করা সুলতানের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ওমান।

১৯৭০ সালে মাত্র ২৯ বছর বয়সে ব্রিটিশদের সহায়তা নিয়ে কাবুস তার বাবা ওমানের তখনকার সুলতান সাইদ বিন তৈমুরকে ক্ষমতাচ্যুত করেন। সুলতান হওয়ার পরপরই তিনি তেলসমৃদ্ধ দেশটির নাগরিকদের ওপর থাকা অনেক বিধিনিষেধ তুলে নেন।

ব্রিটিশ বাহিনীর সাহায্যে তিনি দেশের দক্ষিণাঞ্চলীয় দোফার প্রদেশের আদিবাসী সমর্থিত মার্কসিস্ট দল পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অব ওমানের বিদ্রোহও দমন করেন।

মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় শাসক হিসেবে দেশে ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কাবুসকে আরব বিদ্রোহ ছুয়েছিল। কয়েক হাজার নাগরিক দেশটির বিভিন্ন সড়কে নেমে মজুরি বৃদ্ধি ও চাকরির পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছিল, বিক্ষোভ দেখিয়েছিল দুর্নীতির বিরুদ্ধে।