ইরান পারমাণবিক অস্ত্রধারী হতে পারে ২ বছরের মধ্যেই: ফরাসি মন্ত্রী

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী জঁ-যুব লে দ্রিয়ান বলেছেন, ইরান যে হারে পরমাণু চুক্তির শর্ত থেকে সরছে, তাতে ১-২ বছরের মধ্যে দেশটি পারমাণবিক অস্ত্রধারী দেশে পরিণত হতে পারে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2020, 09:26 AM
Updated : 10 Jan 2020, 12:21 PM

“যদি তারা ভিয়েনায় হওয়া চুক্তির শর্ত ধারাবাহিকভাবে লংঘন করতে থাকে, তাহলে অবশ্যই, অতি অল্প সময়ের মধ্যে, হয়তো ১-২ বছরের মধ্যেই তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারে,” আরটিএল রেডিওকে দেওয়া মন্তব্যে বলেছেন ফরাসী মন্ত্রী।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মুখোমুখি লড়াই এড়াতে উপায় বের করতেই তারা বৈঠকে বসছেন। তাদের আশঙ্কা, যে কোনো পক্ষের ভুল পদক্ষেপই ইউরোপের দেশগুলোকে মধ্যপ্রাচ্যের সংঘর্ষে জড়িয়ে ফেলতে পারে, ঠেলে দিতে পারে পরমাণু নিয়ে বড় সংকটের দিকে।