ইরাক থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে ফিলিপিন্স

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার আবহে ইরাকে অবস্থানরত সব নাগরিককে ফিরিয়ে আনবে ফিলিপিন্স।

>>রয়টার্স
Published : 8 Jan 2020, 02:55 PM
Updated : 8 Jan 2020, 05:10 PM

ফিলিপিন্সের পররাষ্ট্রদপ্তর বুধবার বলেছে, তারা ইরাকে সতর্কতার মাত্রা সর্বোচ্চ মাত্রায় উন্নীত করেছে। এ পরিস্থিতিতে ফিলিপিন্সের নাগরিকদের ইরাক ছাড়া আবশ্যক।

পররাষ্ট্রদপ্তরের হিসাব মতে, ইরাকে ১,৬০০’র বেশি ফিলিপিনো আছে। তবে প্রতিরক্ষা দপ্তরের হিসাবে এ সংখ্যা প্রায় ৬ হাজার।

ইরাকে দু’টি মার্কিন বিমান ঘাঁটিতে ডজনখানেক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে কমান্ডার কাসেম সোলেমানি হত্যার জবাব এরই মধ্যে দিয়েছে ইরান। এ হামলা ঘিরে উত্তেজনা বেড়েছে ইরাকে।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে এর আগে সামরিক বাহিনীকে মধ্যপ্রাচ্যে কোনো রকম উত্তেজনা দেখা দিলে ফিলিপিন্সের নাগরিকদেরকে সরিয়ে আনার প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন।

ফিলিপিন্সের উপকূলরক্ষীরা বুধবার জানিয়েছে, ইরাক থেকে ফিলিপিনোদের সরিয়ে দেশে নিয়ে আসতে তাদের একটি জাহাজ ওমান কিংবা দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওদিকে সেনাবাহিনী বলেছে, তাদের ফ্রিগেট ও বিমান প্রস্তুত রয়েছে।

ওদিকে, সৌদি আরবে থাকা ফিলিপিনোদেরকেও নিরাপত্তা হুমকির ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।