ইন্দোনেশিয়ায় বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৩

ইন্দোনেশিয়ায় টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩তে পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 07:14 AM
Updated : 4 Jan 2020, 07:14 AM

প্রাকৃতিক এ দুর্যোগে রাজধানী জাকার্তা ও এর আশপাশের এলাকার প্রায় এক লাখ ৭৫ হাজার মানুষ এখনও ঘরছাড়া, জানিয়েছেন তারা। 

বৃষ্টি-বন্যার কারণে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

“মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে, নিখোঁজ একজন,” শনিবার এমনটাই বলেছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবোও।

চলতি বছরের শুরু থেকে চলমান এ বৃষ্টিকে ‘ইতিহাসের অন্যতম ভয়াবহ বর্ষণ’ হিসেবে অভিহিত করেছে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-প্রাকৃতিক বিষয়ক সংস্থা বিএমকেজি।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে আবহাওয়ার এ রুদ্রমূর্তি দেখা যাচ্ছে বলেও ধারণা তাদের। ভারী এ বৃষ্টিপাত মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে এবং চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে ভয়াবহ আকার ধারণ করতে পারে জানিয়ে সতর্কও করেছে সংস্থাটি।

এদিকে দুর্যোগ প্রশমন সংস্থার শনিবারের হিসাবে জাকার্তা ও এর আশপাশের এলাকাগুলোর এক লাখ ৭৩ হাজার ৬৪ বাসিন্দাকে এখনও ঘরের বাইরে থাকতে হচ্ছে বলে জানানো হয়েছে।

টেলিভিশন ফুটেজে জাকার্তার একাংশে বন্যার পানি দেখানো হয়েছে।

ইন্দোনেশিয়ার এ রাজধানীতে ৩ কোটিরও বেশি মানুষের বাস। ২০০৭ সালের ভয়াবহ বন্যায়ও জাকার্তায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গিয়েছিল।