হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান নিহত

তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ই-মিং সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও সাত জনও নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2020, 11:15 AM
Updated : 2 Jan 2020, 11:16 AM

কর্মকর্তারা জানিয়েছেন, সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে। রাজধানী তাইপের কাছে খারাপ আবহাওয়ার মধ্যে হেলিকপ্টারটি একটি পাহাড়ে জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়।

প্রাথমিক খবরে কয়েকজনকে জীবিত উদ্ধার এবং অন্যান্যরা ধ্বংসস্তুপে আটকে আছে বলে জানানো হয়েছিল।

জেনারেল শেন-ই মিং হেলিকপ্টারটিতে করে তাইওয়ানের উত্তর-পূর্বের একটি সেনাঘাঁটিতে যাচ্ছিলেন। হেলিকপ্টারে শীর্ষ আরো কয়েকজন সামরিক কর্মকর্তাও ছিলেন বলে জানানো হয়েছে খবরে।

উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে গেছে আরো দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং প্রায় ৮০ সেনা। একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দলও যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করছে। তবে জায়গাটি দূর্গম হওয়ায় উদ্ধারচেষ্টা ব্যাহত হচ্ছে।