জার্মানির চিড়িয়াখানায় আগুনে পুড়ে ছাই বানরেরা

জার্মানিতে চিড়িয়াখানায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে বানরের অভয়াশ্রম। সেখানে আর কোনো প্রাণীই বেঁচে নেই বলে নিশ্চিত করে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 03:40 PM
Updated : 1 Jan 2020, 03:40 PM

জার্মানির ডুসেলডর্ফের পাশের শহর ক্রেফেলের চিড়িয়াখানায় মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে৷ আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি৷ তবে নববর্ষ উদযাপনের আতশবাজি থেকে এর সূত্রপাত হতে পারে বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো৷

বুধবার সকালে জার্মান গণমাধ্যম জানায়, আগুনে বানরের অভয়ারণ্য পুড়ে সব মিলিয়ে ৩০ টিরও বেশি প্রাণীর মৃত্যু ঘটেছে। ২০০ স্কয়ারমিটার বিস্তীর্ণ ওই এলাকায় ছিল ওরাংওটাং, শিম্পাঞ্জি, ছোট বানরসহ পাখি এবং বাদুড়ও।

তবে আগুনে পাশের ‘গরিলা গার্ডেন' ক্ষতিগ্রস্ত হয়নি। সেখানকার গরিলাগুলো নিরাপদেই আছে বলে জানিয়েছে বিবিসি।

এ দুর্ঘটনায় অনেকেই সাহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানিয়েছে, তবে বলেছে, ঘটনার আকস্মিকতায় তারা এখনো হতভম্ব।