প্রতিবাদের আবহেও বর্ষবরণের আতশবাজি চলবে সিডনিতে

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল সংকটের মধ্যে নতুন বছর বরণের রাতে আতশবাজি না করার আহ্বান উপেক্ষা করেই এবার আতশবাজির প্রদর্শনী চলবে সিডনিতে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 04:50 PM
Updated : 30 Dec 2019, 04:50 PM

নিউ সাউথ ওয়েলস এর রুরাল ফায়ার সার্ভিস সার্বিকভাবে ওই অঞ্চলে আতশবাজির ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে আয়োজকদের ছাড় দিয়েছে।

নিউ সাউথ ওয়েলসে রেকর্ড ভাঙা তাপমাত্রার কারণে দাবানল ভয়াবহ আকার ধারণ করে রাজ্যটি পুড়িয়ে ছারখার করায় ওই অঞ্চলের অনেক জায়গাতেই বর্ষবরণের রাতে আতশবাজি প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে।

সিডনিতেও আতশবাজি প্রদর্শনী আয়োজকদেরকে এবছর বাজি না পুড়িয়ে এর পরিবর্তে বাজি পোড়ানোর অর্থ বরং দাবানলে সর্বস্বান্ত হওয়া কৃষক এবং দমকল সেবা কর্মীদের দেওয়ার আহ্বান জানিয়েছিল মানুষ।

সিডনিতে আতশবাজি না করার আহ্বান জানিয়ে একটি পিটিশনে সই করেছিলেন ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। দেশ দাবানলে জ্বলতে থাকার এ সময়ে আতশবাজি পোড়ানো হলে মানুষ ভুল বার্তা পাবে বলে এতে যুক্তি দেখানো হয়।

তাদের সঙ্গে যোগ দিয়ে নিউ সাউথ ওয়েলসের উপপ্রধানমন্ত্রী জন বারিলারোও মঙ্গলবার আতশবাজি না করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সিডনির লর্ড মেয়র ক্লোভার মুর বলেছেন, “বাজি না পোড়লেও আদতে তেমন কোনো লাভ হবে না।”

এরপরই সোমবার সন্ধ্যায় সিডনি কাউন্সিলকে আতশবাজি প্রদর্শনী করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়।