রাশিয়ায় সন্ত্রাসী হামলা বানচালে তথ্য দেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ পুতিনের

রাশিয়ায় সন্ত্রাসবাদী হামলা বানচালে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 08:56 AM
Updated : 30 Dec 2019, 09:04 AM

ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া এক তথ্যের সূত্র ধরেই সেইন্ট পিটার্সবুর্গে নববর্ষের উৎসবে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা বানচাল করার কথা জানিয়েছে রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসও (এফএসবি)।

হামলার পরিকল্পনার সঙ্গে জড়িতসন্দেহে শুক্রবার দুইজনকে আটকও করা হয়েছে বলে নিশ্চিত করেছে তারা।

হামলা বানচালে সহযোগিতা করায় রোববার ফোনে পুতিন ট্রাম্পকে ধন্যবাদ দেন বলে ক্রেমলিনের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সন্ত্রাসবাদ মোকাবেলায় দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখতেও দুই প্রেসিডেন্ট জোর দিয়েছেন, বলেছে রুশ প্রতিরক্ষা দপ্তর।

ইউক্রেইন, সিরিয়া ও মধ্যপ্রাচ্য নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও পুতিন ও ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ যে চমৎকার, তা এর আগেও বিভিন্ন সম্মেলনে দেখা গেছে।

দুই বছর আগে মার্কিন দপ্তরের কাছ থেকে আসা তথ্যের বরাতে রাশিয়া সেইন্ট পিটার্সবুর্গের ক্যাথেড্রালে বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার কথা জানিয়েছিল। সেবারও পুতিন ফোন করে ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছিলেন।