ইয়েমেনে কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এক  সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৯ জন আহত  হয়েছে।

>>রয়টার্স
Published : 29 Dec 2019, 03:41 PM
Updated : 29 Dec 2019, 03:41 PM

আল-ধলেয়া শহরে সিকিউরিটি বেল্ট ফোর্সেস এ নিয়োগপ্রাপ্তদের গ্র্যাজুয়েশন সিরেমোনি শেষে এ হামলা হয়।

সিকিউরিটি বেল্ট বাহিনী হুতি বিদ্রোহীদের বিরেুদ্ধে ইয়েমেন সরকারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া কোয়ালিশনেরই অংশ। এ বাহিনীকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

কুচকাওয়াজে হামলার দায় কেউ স্বীকার না করলেও কর্মকর্তারা হুতিদেরকেই এর জন্য দায়ী করছেন।

হুতিরা এখন পর্যন্ত হামলার খবরের ব্যাপারে গণমাধ্যমে কোনো মন্তব্য করেনি। তবে গোষ্ঠীটি গত অগাস্টেও ইয়েমেনে গ্র্যাজুয়েশন প্যারেডে সিকিউরিটি বেল্ট ফোর্সেস এর ওপর একই ধরনের একটি হামলার নেপথ্যে ছিল হুতিরা।

গত মার্চে হুতি বিদ্রোহীরা প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদিকে তাড়িয়ে দেশের পশ্চিমের বেশিরভাগ অঞ্চল দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেন লড়াই-সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে।