রাশিয়া-ইউক্রেইন বন্দি বিনিময়

ইউক্রেইন এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ২শ’ বন্দি বিনিময়ের দীর্ঘপ্রতিক্ষীত প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানিয়েছে ইউক্রেইনের প্রেসিডেন্টের কার্যালয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2019, 03:24 PM
Updated : 29 Dec 2019, 03:24 PM

গত সেপ্টেম্বরে দুপক্ষে বন্দি বিনিময়ের মধ্য দিয়ে সম্পর্কে নতুন অধ্যায় শুরুর পর এবার দ্বিতীয় ধাপে চূড়ান্তভাবে বাদবাকী সব বন্দি বিনিময়ের পদক্ষেপ নেওয়া হল রোববার।

ডিসেম্বরে দু’দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে হওয়া আলোচনায় কর্তৃপক্ষ এ বন্দিবিনিময়ে রাজি হয়। রোববার বন্দিদেরকে শিল্পশহর হরলিভকা এবং ডোনেৎস্ক এর কাছে একটি চেকপয়েন্টে নিয়ে গিয়ে হস্তান্তর করা হয়।

কিয়েভ পেয়েছে ৭৬ বন্দিকে এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের কাছে হস্তান্তর করা হয়েছে ১২৪ বন্দিকে।

“এর মধ্য দিয়ে দুপক্ষে পারস্পরিকভাবে বন্দিমুক্তি দেওয়ার প্রক্রিয়া শেষ হল” বলে জানানো হয়েছে ইউক্রেইনের প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার একাউন্টে।

২০১৪ সালে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া দখর করে নিলে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

রুশপন্থি বিদ্রোহীরা তখন পূর্ব ইউক্রেইনের দোনেৎস্ক এবং লুহান্সক অঞ্চলে লড়াই শুরু করে। সংঘর্ষে নিহত হয় ১৩ হাজারের বেশি মানুষ। এরপর গত সেপ্টেম্বরে দু’পক্ষের মধ্যে বন্দিবিনিময় হয়।