হংকংয়ে ফের বিক্ষোভে পুলিশের ধরপাকড়, পিপার স্প্রে

পুলিশ-বিক্ষোভকারীর সংঘর্ষে এ সপ্তাহে ফের অশান্ত হয়ে উঠেছে হংকং পরিস্থিতি। শপিং মল এলাকায় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুড়ার স্প্রে ব্যবহার করাসহ ব্যাপক ধরপাকড় চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2019, 04:40 PM
Updated : 28 Dec 2019, 04:40 PM

শনিবার চীনা মূল ভূখন্ডের ব্যবসায়ীদের হংকং ছেড়ে চলে যাওয়ার দাবি নিয়ে বিক্ষোভকারীরা শপিং মল এলাকায় বিক্ষোভে নামে।

এ সপ্তাহের শুরু থেকেই বিক্ষোভকারীরা হংকং জুড়ে শপিং মলগুলোকে টার্গেট করে বিক্ষোভ করছে। শনিবারও শতাধিক বিক্ষোভকারী কালো পোশাক এবং মুখোশ পরে শেয়ুং শুই এলাকার শপিং মল অভিমুখে পদযাত্রা করে। ‘চীনে ফিরে যাও’ স্লোগান দেয় তারা।

চীনের শেনঝেন শহরের সীমান্তবর্তী এলাকা হচ্ছে শেয়ং শুই। সেখানে ব্যবসায়ীরা শুল্ক মুক্ত পণ্য হংকংয়ে নিয়ে আসে এবং সেগুলো চীনা মূল ভূখন্ডে বিক্রি করে।

চীনা ব্যবসায়ীরা সেখানে হংকংয়ের বিক্ষোভকারীদের টার্গেটে পরিণত হয়েছে। মুখোশ পরা এক বিক্ষোভকারীর উক্তি, “আমরা চাই দোকানগুলো বন্ধ হোক। ব্যবসায়ীরা বিদেয় হোক।”

শনিবার বিক্ষোভের তোড়ে অনেক দোকানই বন্ধ হয়ে গেছে এবং দোকানীরাও তড়িঘড়ি মল ছেড়ে চলে গেছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ব্যবহার করেছে এবং ডজনখানেক বিক্ষোভকারীকে ধরে নিয়ে গেছে।

চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাসে হংকংয়ে আন্দোলন শুরু হয়েছিল।

টানা আন্দোলনের মুখে ওই বিল প্রথমে ‘মৃত’ এবং পরে বাতিল ঘোষণা করা হলেও আন্দোলন থামেনি।

বরং গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা এখন তাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের আওতা আরও ‍বিস্তৃত করার দাবি তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে।