রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা ব্রুস লি’র মেয়ের

প্রয়াত মার্শাল আর্ট তারকা ব্রুস লি’র মেয়ে শ্যানন লি তার বাবার কুংফু ভঙ্গিমার একটি ছবি ব্যবহারের অভিযোগে এক চীনা ফাস্ট ফুড চেইনের বিরুদ্ধে মামলা করেছেন।

>>রয়টার্স
Published : 27 Dec 2019, 04:01 PM
Updated : 27 Dec 2019, 04:01 PM

শ্যানন লি’র ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রতিষ্ঠান ব্রুস লি এন্টারপ্রাইজেস এর অভিযোগ,অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটি লোগো হিসেবে কুংফু মাস্টার ব্রুস লি’র ছবি ব্যবহার করেছে।ছবিটি অপসারণের পাশাপাশি ক্ষতিপূরণ হিসাবে ২১ কোটি ইউয়ান (৩ কোটি মার্কিন ডলার)জরিমানা দাবি করেছেন শ্যানন।

বুধবার সাংহাই আদালতে ফাস্ট ফুড চেইন ‘রিয়েল কুংফু’র বিরুদ্ধে শ্যানন মামলা করেন এবং আইনি খরচ হিসাবে অতিরিক্ত আরো ৮৮ হাজার ইউয়ানও দাবি করেন।

তবে ফাস্ট ফুড চেইনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে,জাতীয় ট্রেডমার্ক কর্তৃপক্ষ তাদেরকে এই লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে এবং তারা ১৫ বছর ধরে এটি ব্যবহার করছে।