টাইফুন ফানফোন: নিহতের সংখ্যা বেড়ে ২৮, নিখোঁজ ১২

ফিলিপিন্সে টাইফুন ফানফোনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ এ পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2019, 08:14 AM
Updated : 27 Dec 2019, 08:14 AM

বড়দিনের আগে আগে মঙ্গলবার রাতে ঝড়ো বাতাস, বৃষ্টি ও বন্যা নিয়ে টাইফুনটি দক্ষিণ-পূর্ব দেশটির মধ্যাঞ্চলের প্রদেশগুলোতে আছড়ে পড়েছিল।

নিহতের বাইরে শুক্রবার পর্যন্ত ১২ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দেশটির দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বুধবার রাতে টাইফুনটি ফিলিপিন্স ছাড়ার পর জরুরি বিভাগের কর্মীরা উদ্ধারকাজে জোর তৎপরতা শুরু করে। এরই মধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন অনেক এলাকার সংযোগ পুনস্থাপিত হয়েছে। বাসিন্দাদের অনেকে নিজেদের ক্ষতিগ্রস্ত ঘর মেরামতেও চেষ্টা করছেন।

ফানফোনের কারণে শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে; ফেরি চলাচল স্থগিত হওয়ায়ও অনেকে আটকে পড়েছিলেন।

“মানুষ ভাবেইনি যে ঝড়টি এত ধ্বংসাত্মক হবে,” বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মার্ক টিমবাল।

চলতি বছর আঘাত হানা অন্যান্য ঝড়ের তুলনায় কম শক্তিশালী হলেও ফানফোন ফিলিপিন্সের তুলনামূলক দরিদ্র ও অনুন্নত এলাকায় আঘাত হানায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলেও ধারণা তার।