জাপানে চীনা নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

জাপান গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো একজন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। চীনা ওই বক্তির নাম ওয়েই ওয়েই। বয়স ৪০ বছর।

>>রয়টার্স
Published : 26 Dec 2019, 10:51 AM
Updated : 26 Dec 2019, 10:51 AM

২০০৩ সালের মাঝামাঝিতে একই পরিবারের চারজনকে খুনের অভিযোগে ওয়েইকে ওই সাজা দেওয়া হয়েছিল।বৃহস্পতিবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাপানের বিচার মন্ত্রণালয়।

ওয়েই ওয়েই খুনের ঘটনায় দোষ স্বীকার করলেও বরাবরই বলে এসেছেন,এ ঘটনায় দাগী আসামি তিনি নন।

খুনের ঘটনায় ওয়েই ওয়েই-এর সঙ্গে জড়িত ছিল আরো দুইজন। তারাও চীনা নাগরিক। ওই দুজন চীনে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।সেখানে গ্রেপ্তার হওয়ার পর ২০০৫ সালে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।