সান্তার বেশে ট্রাফিক পুলিশ, আইন মানলেই উপহার

বড়দিনের উৎসবের আমেজ গোটা বিশ্বজুড়ে। এ আবহেই ট্রাফিক নিয়ম নিয়ে জনসচেতনতা বাড়াতে চমৎকার এক পথ বেছে নিয়েছে ভারতের গোয়া রাজ্যের ট্রাফিক পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2019, 07:35 AM
Updated : 25 Dec 2019, 08:25 AM

সান্তা ক্লজ সেজে মঙ্গলবার রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গোয়ার ট্রাফিক পুলিশকে। ট্রাফিক আইন মেনে চললেই মানুষজনকে দেওয়া হয়েছে মিষ্টি ও নানান উপহার। বাইক চালকদের মাথায় হেলমেট থাকলে তারা পেয়েছেন সান্তা গিফট।

সেইসঙ্গে হেলমেটহীন মোটরসাইকেল চালকদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সচেতনতার বার্তা এবং চকলেট। গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগানো আবশ্যক এমন বার্তাও দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ব্রানডন ডি সুজা বলেন, “আমরা উৎসবের সময়গুলোতে নিজেদের মত করে বিশেষ পন্থায় মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করি। আইন অমান্য করা থামাই এবং মানুষকে তাদের নিরাপত্তার ব্যাপারে সচেতন করি।”

তিনি বলেন, এবার এই রকমের উদ্যোগ নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদেরকে সুরক্ষা সম্পর্কে বারতা দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।