নতুন বছরে জনসনকে হোয়াইট হাউজে ডাকলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন বছরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন।

>>রয়টার্স
Published : 22 Dec 2019, 02:30 PM
Updated : 22 Dec 2019, 02:30 PM

ব্রিটিশ গণমাধ্যম রোববার একথা বলেছে। ‘দ্য সানডে টাইমস’ এর প্রতিবেদনে বলা হয়েছে, জনসন সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর তাকে ট্রাম্প এ আমন্ত্রণ জানিয়েছন।

তবে জনসন ঠিক কোন সময়ে যুক্তরাষ্ট্র সফর করবেন তা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হওয়া এখনো বাকী বলে ডাউনিং স্ট্রিটের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে পত্রিকাটি।

হোয়াইট হাউজের ঘনিষ্ঠ এক সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস বলেছে, “জানুয়ারির মাঝামাঝিতে সম্ভাব্য কিছু তারিখ আছে। কিন্তু সেগুলোর কোনোটিই এখনো নির্ধারণ করা হয়নি। তবে দুপক্ষই চায় ২০২০ সালের শুরুতেই এ সফর হোক সেটি পরিষ্কার।”

জনসন অবশ্য ৩১ জানুয়ারিতে ব্রেক্সিট সম্পন্ন করার আগে কোনোখানে সফরে যেতে আগ্রহী নন এবং ফেব্রুয়ারিতে তার মন্ত্রিসভায় রদবদল করারও পরিকল্পনা আছে।