অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ফের রেকর্ড ছাড়ানোয় জরুরি অবস্থা

অস্ট্রেলিয়া মঙ্গলবার উষ্নতম দিনের রেকর্ড গড়ার পরদিন বুধবার ফের তা ছাড়িয়ে গেছে। এদিন সর্বোচ্চ  গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

>>রয়টার্স
Published : 19 Dec 2019, 12:27 PM
Updated : 19 Dec 2019, 12:27 PM

রেকর্ড ভাঙা এ তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে নিউ সাউথ ওয়েলসে।

ভয়াবহ খরা এবং দাবদাহ মোকাবেলায় হিমশিম অস্ট্রেলিয়ায় মঙ্গলবার সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪০ দশমিক ৯ ডিগ্রি।যা ছিল ২০১৩ সালের ৭ জানুয়ারি দেশটির সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি।এখনো তাপমাত্রা ক্রমশ বাড়তির দিকেই যাচ্ছে।

এ সপ্তাহজুড়ে আরও বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ এখনো ১শ’টিরও বেশি আগুনের সঙ্গে লড়াই করছে। কয়েক মাস ধরে এ পরিস্থিতি চলছে।

বৃহস্পতিবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিকলিয়ান।

এদিন সাংবাদিকদের তিনি বলেছেন,“কয়েক দিন ধরে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে অনিশ্চয়তাকে ঘিরে। প্রতিকূল বাতাস এবং চরম গরম আবহাওয়ায় এ অনিশ্চয়তা দেখা দিয়েছে।”