চীনের গুইঝৌতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১৪

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌর একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2019, 11:06 AM
Updated : 17 Dec 2019, 11:06 AM

খনিটির ভেতর আরও দুই শ্রমিক আটকা পড়ে আছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ নিয়ে অক্টোবরের পর থেকে চীনে ৫টি আলাদা খনিতে দুর্ঘটনায় অন্তত ৩৭ শ্রমিকের মৃত্যু হয়েছে, জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার স্থানীয় সময় ভোরের দিকে গুইঝৌর গুয়াংলং খনিতে এ বিস্ফোরণ হয়; ঘটনার পরপরই ৭ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই চীনের কয়লাখনিগুলোতে দুর্ঘটনা এবং প্রাণহানির হার বেশি বলে ধারণা বিশ্লেষকদের।

একের পর এক দুর্ঘটনার পর চলতি বছরের নভেম্বরে বেইজিং সব কয়লাখনিতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে জোরদার অভিযান শুরু করে।

দেশটিতে গত বছর কয়লা খনিগুলোতে দুর্ঘটনায় ৩৩৩ জনের মৃত্যু হয়েছিল; ২০১৭ সালের তুলনায় এ সংখ্যা অবশ্য ১৩ শতাংশ কম বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দুর্ঘটনার সংখ্যা তুলনামূলক কমে এলেও দেশটিতে কয়লা উত্তোলনের পরিমাণ দিন দিন বেড়েই চলছে।

চলতি বছরের প্রথম দশ মাসে চীন তিনশ কোটি টন কয়লা তুলেছে বলে দেশটির সরকারি তথ্যে জানা গেছে। ২০১৮ সালের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪ দশমিক ৫০ শতাংশ বেশি।