এয়ার ফ্রেশনারের ‘অতিরিক্ত ব্যবহারে’ উড়ে গেল গাড়ি

যুক্তরাজ্যের এক ধূমপায়ী নিজের গাড়িতে এয়ার ফ্রেশনার স্প্রে করে ধূমপান করার জন্য সিগারেট ধরাতে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গেই বিস্ফোরণে তার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়, কোনোরকমে রক্ষা পান তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2019, 07:53 AM
Updated : 17 Dec 2019, 08:37 AM

ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে, ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের হ্যালিফ্যাক্স শহরে; জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।  

ম্যানচেস্টার ইভনিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই গাড়িটির উয়িন্ডস্ক্রিন ভেঙে পড়ার পাশাপাশি পাশের ভবনগুলোও কেঁপে ওঠে, এ সময় প্রত্যক্ষদর্শীরা ‘প্রচণ্ড বিস্ফোরণের’ শব্দ শুনেন।

ওই গাড়ির মালিক হ্যালিফ্যাক্স শহরের কেন্দ্রেস্থলে ব্যস্ত ফাউনটেইন স্ট্রিটের একপাশে গাড়িটি পার্ক করে ভিতরে এয়ার ফ্রেশনার স্প্রে করেন, এরপর তার ধূমপান করার ইচ্ছা হয়।

বিস্ফোরণে গাড়িটি ক্ষতবিক্ষত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। তবে সামান্য আঘাত পেয়েছেন।

বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী দোকানপাটের জানালাগুলোও ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনা আরও মারাত্মক হতে পারতো জানিয়ে গাড়িচালকদের অ্যারোসেল ক্যান ও খোলা অগ্নিশিখার ব্যাপারে সতর্ক করেছে পুলিশ।

এক টুইটার ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত গাড়িটির ছবি পোস্ট করে লিখেছেন, “হ্যালিফ্যাক্স শহরের কেন্দ্রস্থলে একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে। কী বিকট শব্দ। আমি পাশের একটি বারে ছিলাম।

অবিশ্বাস্যভাবে চালক বের হয়ে আসতে পেরেছেন। তার কোনো আঘাত লাগেনি বলেই মনে হয়েছে।”