পাকিস্তানে হাসপাতালে শতাধিক আইনজীবীর হামলা

পাকিস্তানের লাহোরে চিকিৎসকদের সঙ্গে বিরোধের জেরে একটি হাসপাতালে তাণ্ডব চালিয়েছে শতাধিক আইনজীবী।

>>রয়টার্স
Published : 11 Dec 2019, 02:57 PM
Updated : 11 Dec 2019, 02:57 PM

চিকিৎসকরা এক আইনজীবীকে পিটিয়েছে বলে অভিযোগ তাদের। এর প্রতিশোধ নিতেই ওই আইনজীবীরা বুধবার হাসপাতালে চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গোলযোগের মধ্যে হাসপাতালের বয়স্ক এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।লাহোরের পুলিশ প্রধান জুলফিকার হামিদ বলেন, বিক্ষুব্ধরা হৃদরোগ হাসপাতালের জানালা,দরজাসহ যন্ত্রপাতি ভাঙচুর করেছে।কয়েকটি গাড়িতেও তারা আগুন দিয়েছে।

হাসপাতালের এক চিকিৎসক জানান, বিক্ষোভকারীদের কেউ কেউ ছুড়েছে গুলিও। তারা পুলিশের দিকে ইট-পাথর ছুড়ে মারে। কয়েকঘন্টা ধরে বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করেছে। ৭০ বছরের এক নারী রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে অনেক রোগীই কয়েকঘণ্টা ধরে আসতে পারেনি। তাদের তাণ্ডবে ডাক্তার, নার্সরা ইনটেনসিভ কেয়ার ইউনিটের রোগীদেরকে রেখেও পালাতে বাধ্য হয়েছে।

পুলিশ পরে টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আইনজীবীকেও পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আইনজীবীদের এই ফুঁসে ওঠার কারণ ব্যাখ্যা করে লাহোরের এক সরকারি কর্মকর্তা বলেন, এক আইনজীবী হাসপাতালে রোগীদের লাইনে দাঁড়াতে অস্বীকৃতি জানালে চিকিৎসকরা তাকে পেটানোয় তারা ক্ষুব্ধ হয়েছে বলেই ভাষ্য আইনজীবীদের। তবে শুধু তাই নয়, মোবাইল ফোনে তোলা ওই মারধরের ভিডিও চিকিৎসকরা স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়াতে ক্ষোভ আরো চরমে উঠেছে।

প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় ঘটনাটির তদন্ত শুরু করেছে। “কিছু মানুষ হাসপাতালে গিয়ে আক্রমণ করবে এটি লজ্জার” বলে মন্তব্য করেছেন ইমরানের মুখপাত্র নাদিম আফজাল।