নিউ জার্সিতে গোলাগুলি, পুলিশসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 03:25 AM
Updated : 11 Dec 2019, 04:10 AM

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আরও দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

দুই বন্দুকধারী এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করার পর ট্রাক চালিয়ে একটি বাজারে গিয়ে ঢোকে। সেখানে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির মধ্য দিয়ে ঘটনার রক্তক্ত পরিসমাপ্তি ঘটে।

বিবিসি লিখেছে, ভর দুপুরে মুহূর্মুহু গুলির মধ্যে পুরা এলাকায় যুদ্ধক্ষেত্রের মত পরিস্থিতির সৃষ্টি হয়। স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আটকা পড়েন অনেকে।

গোলাগুলির পেছনের কারণ এখনও স্পষ্ট না হলেও এটি জঙ্গি হামলার কোনো ঘটনা নয় বলেই নিউ জার্সি পুলিশের ধারণা। 

জোসেফ সিলস নামের ৩৯ বছর বয়সী যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, তিনি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন। 

জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি জানান, গোলাগুলির সূচনা হয় স্থানীয় একটি কবরস্থানে বেলা ১২টার ঠিক পরপর। জোসেফ সিলস দুই বন্দুকধারীর দিকে এগিয়ে গেলে তার মাথায় গুলি করা হয়। 

এরপর দুই বন্দুকধারী একটি ট্রাকে চড়ে ওই এলাকা ত্যাগ করে এবং একটি কাঁচা পণ্যের সুপারশপে গিয়ে ঢোকে। সেখানে পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা গোলাগুলি চালায় তারা। পরে সেখান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়, তাদের মধ্যে দুই বন্দুকধারীর লাশও রয়েছে।

পুলিশ বলছে, দুই বন্দুকধারীর হাতে শক্তিশালী রাইফেল ছিল। বন্দুকযুদ্ধের সময় শতশত রাউন্ড গুলি ছুড়েছে তারা।