বাগদাদে সামরিক ঘাঁটিতে রকেট হামলায় আহত ৬

ইরাকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে চারটি কাতিউশা রকেট আঘাত হেনেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2019, 11:30 AM
Updated : 9 Dec 2019, 11:34 AM

সোমবারের এ ঘটনায় ‘ছয় যোদ্ধা’ আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী।

ওই এলাকায় তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী একটি রকেট লঞ্চার ও কয়েকটি রকেট পেয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহে বেশ কয়েকটি সামরিক স্থাপনায় রকেট হামলা চালানোর পর সর্বশেষ এ হামলাটি চালানো হল।

বৃহস্পতিবার বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট এসে পড়ে, তবে ওই হামলায় হতাহত হওয়ার বা বস্তুগত কোনো ক্ষতি হওয়ার কোনো খবর হয়নি।

বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরের এই ঘাঁটিটিতে মার্কিন বাহিনী ও সামরিক ঠিকাদারদের অবস্থান আছে।

এর আগে মঙ্গলবার আনবার প্রদেশে আয়িন আল আসাদ বিমান ঘাঁটিতেও রকেট হামলা হয়। পাঁচটি রকেট ঘাঁটিটিতে আঘাত হানলেও তাতে কেউ হতাহত হয়নি। এই ঘাঁটিটিতেও মার্কিন বাহিনীর অবস্থান আছে।

দুই মাসেরও বেশি সময় ধরে ইরাকজুড়ে সরকারবিরোধী আন্দোলন চলছে। বেকারত্ব, দুর্নীতি, অপ্রতুল সরকারি সেবায় অসন্তুষ্ট নাগরিকরা অক্টোবরের প্রথমদিক থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। তারপর থেকে এ পর্যন্ত চলমান অস্থিরতায় ৪৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।