মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলিতে নিহত ৪

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে প্রেসিডেন্টের বাসভবন ন্যাশনাল প্যালেসের কাছে গোলাগুলির ঘটনায় চার জন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 10:19 AM
Updated : 8 Dec 2019, 10:21 AM

শনিবারের এ ঘটনায় দুই জন আহত হয়েছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঘটনার সময় প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ন্যাশনাল প্যালেসে ছিলেন না, তিনি মেক্সিকো সিটির বাইরে ছিলেন।

মেক্সিকো সিটি পুলিশ জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনগুলো এমন ইঙ্গিত দিয়েছে যে নিজেকে ‘পরিত্রাণ দেওয়ার উদ্দেশ্যে’ সশস্ত্র এক ব্যক্তি প্রেসিডেন্ট প্যালেসের কাছে একটি ছোট গলির মধ্যে এক ভবনে প্রবেশ করে, ওই ভবনের দুই ব্যক্তি তাকে গালমন্দ করলে ওই লোক পিস্তল বের করে গুলি করে।  

ঘটনাস্থলে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ চার ব্যক্তিকে ভবনটির চত্বরে পড়ে থাকতে দেখে, তখন তারা বন্দুকধারীকে গুলি করে।

চিকিৎসা কর্মীরা ওই বন্দুকধারী ও আরও দুই জনকে মৃত অবস্থায় পায় বলে পুলিশ জানিয়েছে। আহত তিন জনের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

টেলিভিশনে প্রদর্শিত ছবি অনুযায়ী ঘটনার পরপরই শতাধিক পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলিটি ঘিরে ফেলে।

যে ভবনে গোলাগুলির ঘটনাটি ঘটেছে সেটি একটি সরু গলির ভিতরে অবস্থিত। এই গলি দিয়ে শুধু হেঁটে যাতায়াত করা যায়। ন্যাশনাল প্যালেসের একটি প্রবেশ পথের কাছে শুরু হওয়া এই গলি প্রতিদিনই সরকারি কর্মচারীরা ও সাংবাদিকরা ব্যবহার করেন বলে জানা গেছে।