থাইল্যান্ডে আরাকান আর্মি কমান্ডারের স্ত্রী-সন্তান আটক

মিয়ানমারে বৃহত্তর স্বায়ত্ত্বশাসনের জন্য লড়াই করে আসা রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক শীর্ষ কমান্ডোরের স্ত্রী এবং সন্তানদের আটক করেছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।

>>রয়টার্স
Published : 6 Dec 2019, 03:19 PM
Updated : 6 Dec 2019, 03:19 PM

থাই কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন। চিয়াং রাই প্রদেশে মায়ে সাই জেলায়  অভিবাসন কার্যালয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে বলে জানান কর্মকর্তারা। ওই এলাকাটি থাইল্যান্ডের উত্তরাঞ্চলে থাই-মিয়ানমার সীমান্তের একটি প্রধান বর্ডার ক্রসিং।

আরাকান আমি কমান্ডার মেজর জেনারেল তুন মায়াত নিয়াং এর স্ত্রী হিনান জার ফায়ু (৩৮) এবং তাদের মেয়ে স পায়ে সুন (১১) এবং ছেলে মায়াত লিন জান (১১ মাস) কে বুধবার থাইল্যান্ডের উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই থেকে গ্রেপ্তার করা হয়। ওই শহরটি দীর্ঘদিন ধরেই মিয়ানমার থেকে আসা ভিন্নমতাবলম্বীদের আখড়া। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক থাই অভিবাসন কর্মকর্তা বলেছেন, তারা এখন হিনানের বিষয়টি খতিয়ে দেখছেন। তারা এখনো থাইল্যান্ডে আছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আছে। কারণ, মিয়ানমার কর্তৃপক্ষ হিনানের পাসপোর্ট বাতিল করেছে।