ইরাকে গোপনে ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলছে ইরান: যুক্তরাষ্ট্র

ইরাকে গোলযোগের সুযোগে ইরান সেখানে গোপনে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়ে তুলছে।

>>রয়টার্স
Published : 5 Dec 2019, 02:09 PM
Updated : 5 Dec 2019, 02:09 PM

মধ্যপ্রাচ্যে ত্রাস সৃষ্টি করা এবং ক্ষমতা জাহির করার চেষ্টায়ই ইরান একাজ করছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থগুলোতে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় নতুন করে সামরিক উপস্থিতি গড়ে তোলার পর ইরান এ তৎপরতা শুরু করেছে।

উপসাগরে তেলের ট্যাংকারে এবং অন্যান্য স্থাপনায় হামলার ঘটনার জন্য গোয়েন্দা কর্মকর্তারা ইরানকে দায়ী করেছে। গত মে থেকে ট্রাম্প প্রশাসন  ওই অঞ্চলে ১৪ হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছে।

কিন্তু এখন ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তোলার নতুন গোয়েন্দা তথ্যে এ আভাসই পাওয়া যাচ্ছে যে, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ইরানকে নিবৃত্ত করতে চাওয়ার চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে।

এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ওই অঞ্চলে ইসরায়েল, সৌদি আরবসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রদেশ এবং অংশীদারদের জন্য একটি হুমকি।