বুরকিনা ফাসোয় গির্জায় হামলায় নিহত ১৪

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2019, 06:10 AM
Updated : 2 Dec 2019, 06:10 AM

রোববার দেশটির পূর্বাঞ্চলীয় হানতৌকৌরার ওই গির্জায় প্রার্থনা চলার সময় বন্দুকধারীরা গুলিবর্ষণ করে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বন্দুকধারীদের পরিচয় জানা যায়নি। কী উদ্দেশ্যে তারা গির্জাটিতে হামলা চালিয়েছে সে বিষয়েও পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।

হামলায় বহু লোক আহত হয়েছে বলে আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে।

সশস্ত্র ব্যক্তিরা হামলাটি চালিয়েছে এবং তারা ‘গির্জার পাদ্রী ও শিশুদেরসহ বিশ্বাসীদের হত্যা করেছে’ বলে দেশটির নিরাপত্তা সূত্রগুলো আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছে।

হামলার পর বন্দুকধারীরা কয়েকটি স্কুটারে করে পালিয়ে যায় বলে অপর একটি সূত্র জানিয়েছে।

গত কয়েক বছরে বুরকিনা ফাসোয় বিভিন্ন হামলায় কয়েকশ’ত লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই জঙ্গি গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়। দেশটির মালি সীমান্তে এই গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে নৃগোষ্ঠীগত ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অক্টোবরে একটি মসজিদে চালানো হামলায় ১৫ জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছিল।