ইরাকে ফের বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৩, আহত ২৭

ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি এবং কাঁদানে গ্যাস ক্যানিস্টারে ফের তিন বিক্ষোভকারী নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 22 Nov 2019, 02:19 PM
Updated : 22 Nov 2019, 02:19 PM

শুক্রবার বাগদাদের কেন্দ্রস্থলে একটি সেতুর কাছে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইজন নিহত এবং কাঁগানে গ্যাস ক্যানিস্টারে আরো একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছে আরো কমপক্ষে ২৭ জন।

এর আগে বৃহস্পতিবার বাগদাদে দুটো গুরুত্বপূর্ণ সেতুর কাছে বিক্ষোভে অন্তত সাতজন নিহত এবং ৭৮ জন আহত হয়। সরাসরি মাথায় গুলি এবং গ্যাস ক্যানিস্টারের আঘাতই বিক্ষোভকারীদের মৃত্যুর কারণ।

কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে গত ১ অক্টোবর থেকে বাগদাদে মানুষের আন্দোলন-বিক্ষোভ তীব্র হচ্ছে।বিক্ষোভ-সংঘর্ষে এ পর্যন্ত ৩শ’র বেশি মানুষ নিহত হয়েছে।

২০০৩ সালে শাসক সাদ্দাম হোসেনের পতনের পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি, কাঁদানে গ্যাস এবং স্টান গ্রেনেডের ব্যবহারে অস্থিরতার আগুন আরো জ্বলে উঠছে।

এ পরিস্থিতি শান্ত করতে শুক্রবার ইরাকের শীর্ষ শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলি সিস্তানি দ্রুত নিরবাচনি আইন সংস্কার করার ডাক দিয়েছেন। নির্বাচনি কমিশন এবং আইনের সংস্কারই দেশকে এ ঘোরতর সংকট থেকে বের করে আনতে পারে বলে জানিয়েছেন তিনি।