গোলাপি বলের টেস্টের আগে গোলাপি সাজে কলকাতা

ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে; খেলা হবে গোলাপি রঙের বলে। ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে ম্যাচ শুরুর আগে পুরো কলকাতা গোলাপি রঙে সেজে উঠেছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2019, 06:34 AM
Updated : 22 Nov 2019, 08:24 AM

গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচের আগে কলকাতার শহীদ মিনারটিও গোলাপি আলোয় রাঙানো হয়েছে।

উপমহাদেশে প্রথমবারের মত গোলাপি রঙের বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ উপলক্ষ্যে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম গোলাপি আলোয় সেজে উঠেছে।

গোলাপি রঙের এই বলেই উপমহাদেশের ইতিহাসে প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট ম্যাচ মাঠে গাড়তে যাচ্ছে।

কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক দলের ড্রেসিংরুম। সেখানেও গোলাপি রঙের সাজ।

কলকাতার দোকানে দোকানে গোলাপি রঙের মিষ্টি শোভা পাচ্ছে।

 

কলকাতার ঐতিহাসিক ভবনগুলোও গোলাপি রঙে রাঙানো হয়েছে।

কলকাতার দোকানে দোখানে গোলাপি রঙের ক্রিকেট বলের মত দেখতে মিষ্টি শোভা পাচ্ছে।

প্রথমবারের মত গোলাপি রঙের বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচের টিকেটেও ছিল গোলাপি রঙের আধিক্য।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর হাতে উপমাহাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্ট ক্রিকেট ম্যাচের টিকেট।

ইডেন গার্ডেন্সের মূল প্রবেশদ্বার সাজানো হয়েছে ফুল দিয়ে। সেখানেও রয়েছে গোলাপি রঙয়ের প্রাধান্য। মাঠ থেকে জানান বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক অনীক মিশকাত ।

ইডেন গার্ডেন্সের মূল প্রবেশদ্বার সাজানো হয়েছে ফুল দিয়ে। সেখানেও রয়েছে গোলাপি রঙয়ের প্রাধান্য। মাঠ থেকে জানান বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক অনীক মিশকাত ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘণ্টা বাজিয়ে উপমহাদেশের প্রথম দিবা-রাত্রির ম্যাচের উদ্বোধন করেন।