শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে

শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট গোটাবে রাজাপাকসে দেশের প্রধানমন্ত্রী পদে তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসের নাম ঘোষণা করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 04:57 PM
Updated : 20 Nov 2019, 04:57 PM

দুই মেয়াদে শ্রীলংকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাহিন্দা বৃহস্পতিবারেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন।

প্রধানমন্ত্রী পদ থেকে রনিল বিক্রমসিংহ পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বুধবার তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে মাহিন্দার নাম ঘোষণা করেছেন গোটাবে রাজাপাকসে। শ্রীলংকায় গত সপ্তাহের নির্বাচনে বিক্রমহিসংহের পার্টি পরাজিত হয়েছে।

মাহিন্দা রাজাপাকসেকে এর আগে ২০১৮ সালের ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বিতর্কিত এক পদক্ষেপে বিক্রমসিংহ কে বরখাস্ত করে মাহিন্দাকে এনেছিলেন তিনি। নতুন নির্বাচন হবে জানিয়ে ভেঙে দেন পার্লামেন্টও। সিরিসেনার এ পদক্ষেপ নিয়ে শ্রীলংকায় নজিরবিহীন সাংবিধানিক সংকট সৃষ্টি হয়।

পরে সুপ্রিম কোর্ট সিরিসেনার পদক্ষেপ বেআইনি বলে রায় দিলে ১৫ ডিসেম্বরে পদত্যাগ করেন বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

এখন তার ভাই গোটাবে ক্ষমতায় এসে আবারো মাহিন্দাকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিলেন। দেশটিতে তামিল টাইগার গেরিলা তৎপরতা গুঁড়িয়ে দিয়ে গৃহযুদ্ধ অবসানে দুই ভাইয়েরই কৃতিত্ব আছে। 

শ্রীলংকার নতুন প্রশাসনের মুখপাত্র বলেছেন, গোটাবে রাজাপাকসে শপথ গ্রহণ করাবেন মাহিন্দাকে। রাজাপাকসে পরিবারে আরো দুই ভাই আছে। তারাও রাজনীতিতে সক্রিয়।