
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোটাবে রাজাপাকসে
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2019 10:21 AM BdST Updated: 17 Nov 2019 08:32 PM BdST
-
-
রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বের হচ্ছেন শ্রীলঙ্কার পিপলস ফ্রন্ট পার্টির প্রধান গোটাবায়া রাজাপাকসে। ছবি: রয়টার্স
-
ভোট শেষে পুলিশের সহায়তায় ভোট বাক্সগুলো গণনাকেন্দ্রে নিয়ে আসছেন নির্বাচন কর্মকর্তারা। ছবি: রয়টার্স
-
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রার্থী সাজিথ প্রেমাদাসা। ছবি: রয়টার্স
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গোটাবে রাজাপাকসে। আনুষ্ঠানিক ফলে তিনি ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পরাজয় স্বীকার করে নিয়েছিলেন।
ভোটের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, সিংহলী অধ্যুষিত এলাকাগুলোতে রাজাপাকসে স্পষ্ট ব্যবধানে জয়লাভ করেছেন। অন্যদিকে, তামিল অধ্যুষিত উত্তরাঞ্চলে প্রেমাদাসা বেশি ভোট পেয়েছেন।

রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বের হচ্ছেন শ্রীলঙ্কার পিপলস ফ্রন্ট পার্টির প্রধান গোটাবায়া রাজাপাকসে। ছবি: রয়টার্স
ভোট গ্রহণ শেষে শ্রীলঙ্কার নির্বাচনী কর্মকর্তারা ৮০ শতাংশ ভোটার ভোট দেওয়ার কথা জানান। এক চতুর্থাংশ ভোট গণনার পর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল, রাজাপাকসে ৪৮ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন এবং প্রেমাদাসা ৪৫ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে তাকে অনুসরণ করছিলেন। তার কিছুক্ষণ পরই প্রকাশ্যে পরাজয় মেনে নেন সাজিথ প্রেমাদাসা।
তিনি বলেন, “জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে শ্রীলঙ্কার সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গোটাবে রাজাপাকসেকে অভিনন্দন জানাচ্ছি।”

ভোট শেষে পুলিশের সহায়তায় ভোট বাক্সগুলো গণনাকেন্দ্রে নিয়ে আসছেন নির্বাচন কর্মকর্তারা। ছবি: রয়টার্স
গত এপ্রিলে ইস্টার সানডে পরবের দিন শ্রীলঙ্কায় কয়েকটি গির্জা ও হোটেলে একযোগে চালানো ভয়াবহ আত্মঘাতী হামলায় ২৫০ জন নিহত হওয়ার কয়েক মাস পর অনুষ্ঠিত এ নির্বাচনের সময় গোটাবে রাজাপাকসে আইনশৃঙ্খলা রক্ষার প্রতিশ্রুতি দেন।
ওই হামলার জেরে দেশটির পর্যটন শিল্প ও বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে। এতে ১৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে পড়েছে শ্রীলঙ্কা। এ পরিস্থিতিতেই শনিবার অনুষ্ঠিত নির্বাচনে লাখ লাখ শ্রীলঙ্কাবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নতুন প্রেসিডেন্ট এ সংকট থেকে দেশকে বের করে নিয়ে আসবেন বলে আশা তাদের।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রার্থী সাজিথ প্রেমাদাসা। ছবি: রয়টার্স
১০ বছর আগে গোটাবে রাজাপাকসের ভাই মাহিন্দা রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। মহিন্দা ক্ষমতাচ্যুত হওয়ার পর গোটাবে রাজাপাকসে তাদের দল পিপলস ফ্রন্ট পার্টির প্রধান হিসেবে আছেন। নির্বাচনী প্রচারণায় তিনি শক্তিশালী নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী ছিলেন। ২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটি ছিল শ্রীলঙ্কার তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন।
এ নির্বাচনে গোটাবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছে ভারত। কারণ, রাজাপাকসে ও তার পরিবারকে চীনের ঘনিষ্ঠ হিসেবেই মনে করা হয়। তাই গোটোবে রাজাপাকসের আমলে ভারতের তুলনায় চীনকেই শ্রীলংকা বেশি গুরুত্ব দেবে বলে মনে করছে ভারত।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- রাজস্থানে শিলাবৃষ্টি, ‘বরফে ঢাকা’ নাগৌড় নিয়ে উদ্বেগ
- ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১
- লেবারের ভরাডুবিতে করবিনের দুঃখপ্রকাশ
- জলবায়ু সম্মেলনে হতাশা, বাইরে ঘোড়ার মল রেখে প্রতিবাদ
- গঙ্গার ঘাটে মোদীর হোঁচট, ভিডিও ভাইরাল
- নিউ জিল্যান্ডে অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬
- আন্তর্জাতিক চক্র ভেঙে মিললো ১৩০০ কোটি রুপির মাদক
সর্বাধিক পঠিত
- নেত্রকোণায় অর্ণবের শেষকৃত্যে মানুষের ঢল
- খুন হওয়া চীনা নাগরিকের ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ’
- আমার বাবা কি মুসলমান ছিলেন না: নুজহাত চৌধুরী
- চলে গেলেন পৃথ্বীরাজ
- রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে রুখে দিল সোসিয়েদাদ
- পাকিস্তান যেতে ক্রিকেটারদের জোর করবে না বিসিবি
- বোলিংয়ে সাকিবের মতো অবদান রাখার ভাবনা মাহমুদউল্লাহর
- মাশরাফিদের সঙ্গে পারল না মোসাদ্দেকের সিলেট
- নাগরিকত্ব আইন: ফুঁসছে পশ্চিমবঙ্গও, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডার ভ্রমণ সতর্কতা
- শুধু সান্ধ্য নয়, হরেক রকম কোর্স পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়