লন্ডনে হংকংয়ের বিচারমন্ত্রীর ওপর হামলা, চীনের নিন্দা

যুক্তরাজ্যের লন্ডনে হংকংয়ের বিচারমন্ত্রী তেরেসা চ্যাংয়ের ওপর ‘সহিংস দুর্বৃত্তদের’ হামলার নিন্দা জানিয়েছে চীন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2019, 09:23 AM
Updated : 15 Nov 2019, 09:23 AM

বৃহস্পতিবার লন্ডনের দ্য চার্টার্ড ইনস্টিটিউট অব আর্বিট্রেটরস ভবনে বক্তৃতা দিতে যাওয়ার সময় ভবনটির বাইরে জনা ত্রিশেক হামলাকারী তার ওপর চড়াও হয়।

এতে চ্যাং গুরুতর আহত হন বলে হংকং সরকারের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলাকারীরা হংকংয়ে চলমান সরকারবিরোধী আন্দোলনের সমর্থক বলে ধারণা করছে আন্তর্জাতিক গণমাধ্যম।

যে বহিঃসমর্পণ বিলকে কেন্দ্র করে চীন নিয়ন্ত্রিত শহরটি উত্তাল, চ্যাং প্রস্তাবিত সেই বিলের অন্যতম কারিগর, জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। 

হংকংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে কয়েক দিন আগে লন্ডন সফর শুরু করা এ বিচারমন্ত্রী সেখানেই এ হামলার শিকার হলেন।  

যুক্তরাজ্যের চীন দূতাবাস জানিয়েছে, হামলাকারীরা চ্যাংকে মাটিতে ফেলে দিলে তিনি মাথায় আঘাত পান।

“চীনবিরোধী ও হংকংয়ের স্বাধীনতাপন্থি কয়েক ডজন কর্মী তাকে ঘিরে ধরে ও হামলা চালায়। সহিংস ও উচ্ছৃঙ্খল অপরাধীরা তাদের আক্রমণ এখন বিদেশেও নিয়ে এসেছে,” বিবৃতিতে বলেছে তারা।

চীন এ ঘটনায় যুক্তরাজ্যের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে অপরাধীদের দ্রুত বিচারের ‍মুখোমুখি করতে অনুরোধ করেছে বলে জানিয়েছে বিবিসি।

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামও বিচারমন্ত্রীর ওপর হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন।

হংকংজুড়ে কয়েক মাসের টানা বিক্ষোভ-সহিংসতার মধ্যে বিচারমন্ত্রীর ওপর এ হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের।

১৯৯৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে চীনের হাতে হস্তান্তর হওয়ার পর শহরটির এবারের আন্দোলন বেইজিংয়ের শাসনকাঠামোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

সহিংসতা দমনই এখন হংকংয়ের সবচেয়ে জরুরি কাজ, বৃহস্পতিবার ব্রাজিলে এমনটাই বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।