সিরিয়ার কামিশলিতে বোমা হামলায় নিহত ৫

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় শহর কামিশলিতে তিনটি বোমা বিস্ফোরণে পাঁচ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2019, 10:05 AM
Updated : 12 Nov 2019, 10:09 AM

সোমবার শহরটির একটি গির্জা ও ক্যাফের কাছে দুটি গাড়ি বোমা ও একটি মোটর সাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে, অঞ্চলটির নিরাপত্তা বাহিনীর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর চার সদস্যও রয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক বাহিনী। বিস্ফোরণগুলোকে ‘সন্ত্রাসী অভিযান’ বলে বর্ণনা করেছে তারা। 

কামিশলি শহরটির অধিকাংশ এলাকাই কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণে আছে।

কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া বাহিনীর নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করে।

কিন্তু আইএসের স্লিপার সেলগুলো এখনও হুমকি হয়ে আছে এবং সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের সাম্প্রতিক অভিযানের সুযোগে জঙ্গিরা মাথাচাড়া দিতে পারে বলে সতর্ক করেছেন কুর্দি নেতারা।

আগের বছরগুলোতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর ও গ্রামগুলোতে, যার মধ্যে এসডিএফ নিয়ন্ত্রিত এলাকাও ছিল, ধারাবাহিক বোমা হামলা হয়েছিল।