রিয়াদে ‘শো চলাকালে ছুরি হামলায়’ ৩ নাট্যকর্মী আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদে মঞ্চ নাটকের শো চলাকালে ছুরি হামলায় একটি নাট্য দলের তিন সদস্য আহত হয়েছেন বলে খবর হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2019, 06:50 AM
Updated : 12 Nov 2019, 07:09 AM

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এক ব্যক্তি ছুরি নিয়ে রিয়াদের কিং আবদুল্লাহ পার্কের মঞ্চে নাটক প্রদর্শনরত অভিনেতা-অভিনেত্রীদের ওপর হামলা চালায়।

এ সময় পাশে থাকা অন্য এক ব্যক্তি হামলাকারীকে ধাওয়া করে ধরে ফেলে, ওই সময় নাট্যকর্মীরা মঞ্চ থেকে পালিয়ে যায়। 

দুই জন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন এবং তারা বিদেশি একটি নাট্য দলের সদস্য বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

আহত তিন জনের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন। তাদের খবরে সন্দেহভাজন হামলাকারীকে ‘সৌদি বাসিন্দা আরব’ বলে বর্ণনা করা হয়েছে।

সোমবারের ওই হামলার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল সিল করে দিয়েছে বলে সৌদি গণমাধ্যম জানিয়েছে।

কী কারণে হামলাটি হয়েছে সে বিষয়ে প্রতিবেদনগুলোতে কিছু বলা হয়নি। 

সম্প্রতি বিভিন্ন বিনোদন মাধ্যমের ওপর বিধিনিষেধ শিথিল করেছে সৌদি আরব। তারপর রিয়াদে দুই মাসব্যাপী এক বিনোদন উৎসবের আয়োজন করা হয়েছে। ওই উৎসবের কয়েকটি অনুষ্ঠানস্থলের মধ্যে কিং আবদুল্লাহ পার্কও রয়েছে।