উত্তর ইংল্যান্ডে বন্যা, এক নারীর মৃত্যু

যুক্তরাজ্যের উত্তর ইংল্যান্ডে টানা বর্ষণে বন্যা দেখা দিয়েছে। পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক নারীর। এলাকাজুড়ে বিভিন্নস্থানে জারি করা হয়েছে বন্যা সতর্ককর্তা। লোকজনকে ঘরবাড়ি থেকে সরে যেতে বলা হয়েছে।

>>রয়টার্স
Published : 8 Nov 2019, 03:36 PM
Updated : 8 Nov 2019, 03:36 PM

শেফিল্ড নগরীর অনেকাংশ পানিতে তলিয়ে যাওয়ায় এবং যান চলাচল ব্যাহত হওয়ার কারণে ক্রেতাদেরকে বৃহস্পতিবার রাতভর শপিং মলেই আটকা থাকতে হয়েছে।

কাছেই আরেকটি মলে আটকা পড়া আরো প্রায় ১শ মানুষকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার পুলিশ ডার্লি এবং ডার্বিশায়ার শহরের কাছের নদীর তীর থেকে খুঁজে পেয়েছে মৃত ওই নারীর লাশ।

সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে ডঙ্কাস্টার শহরের ডন নদীর আশেপাশের ৫ টি এলাকা নিয়ে। সেখানে অবিরাম বৃষ্টিতে বন্যা মারাত্মক রূপ নিয়েছে। নদীর পানি বিপজ্জনক মাত্রায় প্রবাহিত হচ্ছে। ঝুঁকিতে পড়েছে মানুষের জীবন।

ওই এলাকাগুলোর মানুষজনকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। দেশের অন্যান্য আরো অনেক এলাকায় বন্যার আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে।