ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে ভূমিকম্পে নিহত ৬

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত ও ৩শ’র বেশি মানুষ আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2019, 07:32 AM
Updated : 8 Nov 2019, 02:53 PM

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটের দিকে ৫ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পটি আরদাবিল শহরের ৮৩ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, ভূমিকম্পের ৬০ টি পরাঘাত অনুভূত হয়েছে। কম্পনের কারণে আতঙ্কিত অসংখ্য মানুষ মধ্যরাতেই ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। স্থানীয় এক কর্মকর্তা ভূমিকম্পে ৪ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন টিভিতে।

ইরানের জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রধান রাষ্ট্রীয় টিভি’তে বলেছেন, ভূমকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মী এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে। হাসপাতালগুলোও আহতদের সেবায় তৎপর রয়েছে। ভূমিকম্পে ৬ জন নিহত হয়েছে এবং ৩৪৫ জন আহত হয়েছে বলে জানান তিনি।