উত্তরের দুই নাগরিককে বহিষ্কার করেছে দক্ষিণ কোরিয়া

দুই উত্তর কোরীয়কে বহিষ্কার করেছে দক্ষিণ কোরিয়া। এই দুই উত্তর কোরীয় ১৬ জেলেকে খুন করে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় ঢুকেছিল বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় একথা জানিয়েছে।

>>রয়টার্স
Published : 7 Nov 2019, 02:43 PM
Updated : 8 Nov 2019, 03:19 AM

গত শনিবার জাপান সাগরের জলসীমার কাছে ২০ বছর বয়সী ওই দুই ব্যক্তির হদিস পাওয়ার পর দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা তাদেরকে জেরা করেছেন।

একত্রীকরণ মন্ত্রণালয় একথা জানিয়েছে, তদন্তে দেখা গেছে ওই দুইজন তাদের নৌকার ১৬ জেলেকে হত্যা করেছে এবং তারপর দক্ষিণ কোরিয়ায় পালিয়ে এসেছে।

বৃহস্পতিবার দুই কোরিয়ার মধ্যকার সীমান্তবর্তী পানমুনজম গ্রামের মধ্য দিয়ে দুইজনকে উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র লি সাং-মিন। আর পিয়ংইয়ংকে বিষয়টি জানানোর পরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

লি বলেন, “আমরা ভেবে দেখেছি তারা আমাদের সমাজে থেকে গেলে আমাদের জীবন এবং জনগণের জন্য হুমকি হয়ে উঠতে পারে।” এজন্য তাদেরকে উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তবে জেলেদের হত্যার বিষয়ে এবং নৌকাটির অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।