হংকং: গণতন্ত্রপন্থি নেতার ওপর ‘হাতুড়ি হামলা’

হংকংয়ের গণতন্ত্রপন্থি সংগঠন সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের (সিএইচআরএফ) নেতা জিমি শাম হামলার শিকার হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 09:38 AM
Updated : 17 Oct 2019, 09:38 AM

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে শামকে রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে।

বুধবার হংকংয়ের পার্লামেন্টে বিরোধীদের বাধা ও হট্টগোলে প্রধান নির্বাহী ক্যারি লামের বার্ষিক ভাষণ স্থগিত হওয়ার কিছু সময় পরই শামের ওপর ওই হামলা হয়।

হংকয়ের প্রধান কোনো নির্বাহীর আইনসভায় বার্ষিক ভাষণ স্থগিত করার ঘটনা এবারই প্রথম। পরে লামের ধারণকৃত ভাষণটি হংকংয়ের পার্লামেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়।

সিএইচআরএফ বলছে, কৌলুন উপদ্বীপের মং কক অঞ্চলে বুধবার হাতুড়ি হাতে থাকা পাঁচ ব্যক্তি শামের ওপর চড়াও হন, এতে গণতন্ত্রপন্থি এ নেতা মাথায় আঘাত পান।

হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও শামের জ্ঞান ছিল, তার অবস্থা এখন স্থিতিশীল, বিবৃতিতে বলেছে সিএইচআরএফ।

জুনে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর শাম এ নিয়ে দ্বিতীয় দফা হামলার শিকার হলেন। তিনি সমকামীদের অধিকার নিয়ে আন্দোলনের কারণেও ব্যাপক পরিচিত।

পরে হাসপাতাল থেকে দেওয়া এক বিবৃতিতে হংকংয়ের সাম্প্রতিক বিক্ষোভের অন্যতম এ পরিচিত মুখ জানান, তিনি এখনও ‘শান্তিপূর্ণ অহিংসার নীতিতে অটল আছেন’।

বিবিসি বলছে, চীনের ভূখণ্ডভুক্ত শহর হংকংয়ে অধিকতর গণতন্ত্র চেয়ে চলতি বছরের জুন থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, তা থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

শামের ওপর হামলায় সরকার সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছে সিএইচআরএফ। সাম্প্রতিক মাসগুলোতে হংকংয়ের চীনাপন্থিরা গণতন্ত্রপন্থি নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে শাম সিএইচআরএফের অন্যতম শীর্ষ নেতায় পরিণত হয়েছেন; অহিংস প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়া গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম এ সংগঠনটিই জুন থেকে হংকংয়ে বেশ কয়েকটি বড় বড় মিছিল সংগঠিত করার নেপথ্যে ছিল।

রোববার নতুন আরেকটি মিছিল আয়োজনে পুলিশের কাছে অনুমতিও চেয়েছে তারা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের এ ধরনের বেশ কয়েকটি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।

অন্যদিকে তুলনামূলক কট্টরপন্থি গোষ্ঠীগুলো নিষেধাজ্ঞা অমান্য করেই সহিংস বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়াচ্ছে।

হাসপাতালে থাকা অবস্থায় ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে শাম বলেছেন, এ হামলা তাকে আরও আরও বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে।

হামলার ঘটনার পর তাৎক্ষণিকভাবে হাজির হওয়ায় পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন এ গণতন্ত্রপন্থি নেতা। হামলার পেছনে যারা আছে তাদের খুঁজে বের করতেও অনুরোধ জানিয়েছেন তিনি।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শামের ওপর হামলার ঘটনা তদন্ত করে দেখতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে।