নিউ ইয়র্কে জুয়ার আসরে গুলিবর্ষণে নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি অবৈধ জুয়ার আসরে গুলিবর্ষণে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2019, 02:56 PM
Updated : 12 Oct 2019, 04:01 PM

শনিবার ভোর ৬টা ৫৫ মিনিটের দিকে ব্রুকলিনের উটিকা এভিনিউয়ে গুলিবর্ষণের খবর পাওয়ার কথা জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।

পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই পুরুষ এবং তাদের বয়স ৩২ থেকে ৪৯ বছরের মধ্যে। সেখানে অনেকগুলো গুলিবর্ষণ হয়।

ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। সেখানে তাস ও ‘ডাইস’ পাওয়া গেছে, সেগুলো ব্যবহার করে অবৈধভাবে জুয়া খেলা হত বলে পুলিশের ভাষ্য।

তবে কী কারণে গুলিবর্ষণের এই ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বলছে, ঘটনাস্থলেই গুলিবিদ্ধ চারজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা শঙ্কামুক্ত।

আহতদের দুজন পুরুষ ও একজন নারী। পুরুষদের একজনের বাহুতে এবং অপরজনের পায়ে গুলি লেগেছে। আহত নারীও পায়ে গুলিবিদ্ধ।