কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় আহত ৭

জম্মু ও কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের একটি বাজার এলাকায় গ্রেনেড হামলায় অন্তত সাত জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2019, 01:13 PM
Updated : 12 Oct 2019, 01:32 PM

শনিবারের এ হামলায় আহতদের সবাইকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে তিন জনের অবস্থা সঙ্কটজনক বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।

গত ৫ অগাস্ট ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যটির স্বায়ত্তশাসন বিলোপ করার পর থেকেই জম্মু ও কাশ্মীরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। তার মধ্যেই শ্রীনগরের নগরকেন্দ্র লাল চকের কাছে হরি সিং হাই স্ট্রিট মার্কেটে হামলাটি চালানো হয়, জানিয়েছে পুলিশ। হামলার জন্য ‘সন্ত্রাসীদের’ দায় দিয়েছে তারা। 

হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে কাশ্মীর জোন পুলিশ এক টুইটে জানিয়েছে। অভিযানে জম্মু ও কাশ্মীর পুলিশের পাশাপাশি সিআরপিএফও অংশ নিচ্ছে বলে জানিয়েছে তারা।

ওই মার্কেটটির দোকানপাট বন্ধ থাকলেও কিছু হকার মার্কেটের সামনে মালসামান নিয়ে বসেছিল বলে বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে।

জম্মু ও কাশ্মীরে সোমবার থেকে পোস্টপেইড মোবাইল সংযোগ ফের চালু করা হবে বলে শনিবার ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এর আগে ৫ অক্টোবর দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে আরেকটি গ্রেনেড হামলার ঘটনায় প্রায় ১৪ জন আহত হয়েছিল। অনন্তনাগের জেলা কালেক্টরের দপ্তরের সামনে হামলাটি চালানো হয়।