লন্ডনে জলবায়ু বিক্ষোভে আটক ৩০০ ছাড়িয়েছে

জলবায়ু-পরিবর্তন মোকাবেলায় ব্যর্থতার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চলমান বিক্ষোভে আটকের সংখ্যা ৩শ’ ছাড়িয়ে গেছে।

>>রয়টার্স
Published : 8 Oct 2019, 12:58 PM
Updated : 8 Oct 2019, 01:03 PM

সোমবার ‘এক্সটিংশন রিবেলিয়ন গ্রুপ’ এর ডাকে যুক্তরাজ্য,জারমানি অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া,ফ্রান্স এবং নিউজিল্যান্ডসহ বিশ্বের কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে।লন্ডনে মঙ্গলবার দ্বিতীয় দিনের মত বিক্ষোভ চলছে এবং আন্দোলনকারীরা আরো বিক্ষোভ চলবে বলে জানিয়েছে।

এরই মধ্যে লন্ডনের পুলিশ জানায়,সোমবার দিনের শেষ নাগাদ ৩১৯ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।গণআন্দোলনের প্রথম ২৪ ঘণ্টাতেই তাদেরকে আটক করা হয়।

বিক্ষোভকারীরা লন্ডনের কেন্দ্রস্থলে একাধিক সড়ক এবং সেতু বন্ধ করে রেখেছিল। এমন বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারকে অসহযোগিতা করার অভিযোগে তাদেরকে আটক করে পুলিশ।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আন্দোলনকারীদের সমালোচনা করেছেন।

আন্দোলনকারীদের দাবি,যুক্তরাজ্য গ্রিনহাউজ গ্যাস নির্গমন ২০২৫ সালের মধ্যেই শুন্যে নামিয়ে আনুক। সরকারের বর্তমান লক্ষ্যমাত্রা হচ্ছে,২০৫০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন শুন্যে নামিয়ে আনা।