অ্যাঞ্জেলিনা জোলির আদলে ‘জোম্বি’ চেহারার সেই ইরানি নারী গ্রেপ্তার

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মত চেহারার আদল বানাতে গিয়ে ‘জোম্বি’ খেতাব পাওয়া ইরানের সেই ইন্সটাগ্রাম তারকা সাহার তাবার ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 04:54 PM
Updated : 7 Oct 2019, 05:37 PM

ইরানের তাসনিম নিউজের বরাত দিয়ে রোববার বিবিসি জানায়, ধর্ম অবমাননা ছাড়াও সাহারের বিরুদ্ধে নৃশংসতার উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

২০১৭ সালের ডিসেম্বরে ইন্সটাগ্রামে সাহারের ছবি নিয়ে হঠাৎ করেই হইচই পড়ে যায়।

চেহারায় এবং শারীরিক গড়ন জোলির মত হতে গিয়ে সাহার নিজের চেহারার যে অবস্থা করেছেন তা যে কাউকেই ভয় পাইয়ে দেওয়ার মতো।

গুঞ্জন ছিল, জোলির মত হতে তিনি ৫০ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন। অনেকেই তাকে ‘জোম্বি’ আখ্যা দেন। এভাবে অ্যাঞ্জেলিনা জোলির ‘জোম্বি’ সংস্কারণ হয়ে ওঠেন তিনি।

যদিও এখন তিনি নিজেই জানিয়েছেন, তার ছবির বেশিরভাগই চড়া মেকআপ দেওয়া এবং এডিট করা।

তাসনিম নিউজ জানায়, বেশ কয়েকজনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর প্রশাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে কেউ কেউ অবৈধভাবে সম্পত্তি দখল, ইরানের ‘ড্রেস কোড’ লঙ্ঘন এবং তরুণদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার উস্কানি দেওয়ার অভিযোগও করেছেন।

সাহার গ্রেপ্তার হওয়ার পর তার ইন্সটাগ্রাম একাউন্ট মুছে ফেলা হয়েছে। ইন্সটাগ্রামে তার তিন লাখের বেশি অনুসারী ছিল।

সাহারকে গ্রেপ্তারের পর অনলাইনে তার পক্ষে ও বিপক্ষে নানা মন্তব্যের ঝড়ও উঠেছে।