ইরাকে ‘অনর্থক প্রাণহানি’ বন্ধের আহ্বান জাতিসংঘের

ইরাকে গত কয়েকদিনে সরকার বিরোধী বিক্ষোভে প্রায় একশ’ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ ‘অনর্থক এ প্রাণহানি’ বন্ধের আহ্বান জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 02:19 PM
Updated : 6 Oct 2019, 02:19 PM

চাকরির সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা ও সরকারি কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে গত মঙ্গলবার থেকে রাজধানী বাগদাদসহ কয়েকটি নগরীতে সরকার-বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিবিসি জানায়, বিক্ষোভে গত পাঁচ দিনে অন্তত ৯৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো প্রায় চার হাজার মানুষ।

জাতিসংঘের ইরাক বিষয়ক মিশনের প্রধান জেনিন হেনিস-প্লাচার্ট বলেন, “পাঁচদিন ধরে লোকজন মারা যাচ্ছে এবং আহত হচ্ছে: এ ধারা অবশ্যই থামাতে হবে।”

যারা এই প্রাণহানির পেছনে দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত বলেও মত প্রকাশ করেন তিনি।

শনিবারও বাগদাদের পূর্বাঞ্চলে নিরাপত্তাবাহিনী একটি মিছিলে বাধা দিতে চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয় এবং অন্তত পাঁচজন নিহত হন।

বিক্ষোভকারীদের দমাতে পুলিশ সেখানে কয়েক রাউন্ড গুলি চালায় এবং টিয়ার গ্যাসের শেল ব্যবহার করে বলে জানায় কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০১৭ সালে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) পতনের পর এত রক্তক্ষয়ের ঘটনা আর ঘটেনি।