সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

সাবমেরিন থেকে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া।

>>রয়টার্স
Published : 3 Oct 2019, 11:44 AM
Updated : 3 Oct 2019, 11:44 AM

পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্র এ বছর উত্তর কোরিয়ার ১১ তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

সাবমেরিন থেকে এ ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া তাদের ভূখন্ড থেকে অনেক দূরে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা দেখাল।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) উড়ে গিয়ে সাগরে পড়ার আগে সমুদ্রস্তরের ৯১০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছে।

ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে পড়েছে। জাপান বলেছে, এটি পড়েছে বিশেষ অর্থনৈতিক জোনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করার ঘোষণা দেওয়ার কয়েকঘন্টা পরই উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।