খাঁচায় ঢুকে সিংহকে নাচ দেখালেন এক নারী

নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার নিরাপত্তা বেষ্টনী ডিঙ্গিয়ে খাঁচায় ঢুকে সিংহকে নাচ দেখিয়েছেন এক নারী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 06:55 AM
Updated : 2 Oct 2019, 07:08 AM

গত শনিবার আফ্রিকান সিংহের ঘেরে অনুপ্রবেশ করে ওই নারী নিজেকে ‘গুরুতর বিপদে’ ফেলেছিলেন বলে চিড়িয়াখানার এক মুখপাত্র জানিয়েছেন।

তার বিবৃতির বরাত দিয়ে সিএনএন বলেছে,  তিনি অবৈধ অনুপ্রবেশ করে মারাত্মক লঙ্ঘন করেছেন; ফলে তার হতাহত হওয়ার শঙ্কা ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই নারী সিংহটির দৃষ্টি আকর্ষণ করতে হাত দোলাতে দোলাতে নাচতে থাকেন। সিংহ তার দিকে কয়েক ধাপ এগিয়ে এলেও তাকে ভীত বা উদ্বিগ্ন মনে হয়নি। পেছনে শিশুসহ পথচারীদের কথাবার্তা শোনা যাচ্ছিল।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) গোয়েন্দা কর্মকর্তা সোফিয়া ম্যাসন সিএনএনকে বলেন, জরুরি সহায়তার জন্য কেউ ৯১১ নম্বরে ফোন করেনি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি। মঙ্গলবার তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া তার কাছে আর কোনও তথ্য নেই।

এনওয়াইপিডি জানিয়েছে, ‘অপরাধমূলক অনুপ্রবেশের’ একটি অভিযোগ দায়ের করেছে ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তবে ওই নারী কীভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সেখানে ঢুকলেন বা কতক্ষণ সে সেখানে ছিল তা স্পষ্ট নয়। এঘটনায় ওই নারী বা সিংহ কেউই আহত হয়নি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, “দর্শনার্থী, কর্মী ও প্রাণী- সবাইকে সুরক্ষিত রাখতে বেষ্টনী ও আইন কার্যকর আছে।এধরনের লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের অবস্থান অনমনীয়।”