ভূমধ্যসাগরে এবছরও প্রাণহানি ১ হাজার ছাড়িয়েছে: জাতিসংঘ

এ বছরও এক হাজারের বেশি শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে মারা গেছে বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

>>রয়টার্স
Published : 1 Oct 2019, 05:10 PM
Updated : 1 Oct 2019, 05:10 PM

এ নিয়ে টানা ছয়বছর ভূমধ্যসাগরে মৃত্যুর এই মিছিল এক হতাশাজনক পরিস্থিতি তৈরি করেছে বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি।

ইউএনএইচসিআর এর এক বিবৃতিতে বলা হয়, “ইউএনএইচসিআর জরুরি ভিত্তিতে ভূমধ্যসাগরে তল্লাশি ও উদ্ধার অভিযানের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে আবারও ইইউভূক্ত দেশগুলোর উদ্যোগে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা এবং সমুদ্রে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেসরকারি সংস্থাগুলোর নৌযানকে অনুমতি দেওয়ার আহ্বানও জানাচ্ছে।”

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র তথ্যানুযায়ী ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ হাজার মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে।