করতারপুর করিডর উদ্বোধনে পাক আমন্ত্রণ নাকচ মনমোহনের

করতারপুর করিডর উদ্বোধনে পাকিস্তানের আমন্ত্রণ নাকচ করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2019, 02:41 PM
Updated : 30 Sept 2019, 02:41 PM

সোমবার ভারতীয় কংগ্রেস পার্টির কর্মকর্তারা সংবাদ সংস্থা এএনআই-কে এমন কথাই জানিয়েছেন।

এদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদলে সাবেক প্রধানমন্ত্রী মনমোহনকে আমন্ত্রণ জানানোর কথা বলেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

কিন্তু ‘দ্য ইকোনোমিক টাইমস’ জানায়, মনমোহন বলেছেন, তিনি এ আমন্ত্রণ গ্রহণ করবেন না। ৯ নভেম্বর এই করিডরের উদ্বোধন হওয়ার কথা।

ভারতীয় শিখ পূণ্যার্থীদের জন্য পাকিস্তানে শিখদের পবিত্র উপাসনাস্থল গুরুদুয়ারা  দরবার সাহিব কর্তারপুরে যাতায়াতের পথ সুগম করতে সীমান্তে নতুন এ করিডর গড়ে তোলা হচ্ছে।

করিডর দিয়ে ভারতীয় পাসপোর্টধারী ও প্রবাসী ভারতীয় কার্ডধারীরা বিনা ভিসায় করতারপুরে যেতে পারবেন। প্রতি দিন ৫ হাজার পুণ্যার্থীকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান।

গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকীকে সামনে রেখেই করিডরটি উদ্বোধন করতে চায় পাকিস্তান।

কিন্তু ভারতের জম্মু-কাশ্মীর সিদ্ধান্তের জেরে ক্রমাগত দুদেশের সম্পর্কের অবনতির মধ্যে এবার এ করিডর উদ্বোধনে পাকিস্তান নরেন্দ্র মোদীকে যে আমন্ত্রণ জানাবে না সে জল্পনা ছিলই।

এ জল্পনার মধ্যেই মোদীর পরিবর্তে মনমোহনকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানান পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি।